আলমডাঙ্গার নওদা বণ্ডবিল গ্রামে ৩ উঠতি বয়সী কিশোর অভিযুক্ত
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা নওদা বণ্ডবিল ও গোবিন্দপুর এলাকার ইঁচড়ে পাকা ৩ কিশোর বন্ধু মিলে ৬ বছরের শিশুকন্যাকে ফুঁসলিয়ে মাঠে নিয়ে ধর্ষণ শেষে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়েছে। এ ঘটনার পরপরই এলাকায় নীলছবি প্রসঙ্গ আলোচনায় উঠে আসে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের নওদা বণ্ডবিল গ্রামের এক বাড়িতে ছেলের বিয়ে অনুষ্ঠান চলছিলো। বিয়ে উপলক্ষে ওই বাড়িতে সারাদিন গান-বাজনা ও আনন্দ-আড্ডা চলছে। বিয়ে বাড়িতে গান শুনতে যায় ৬ বছরের শিশুকন্যাও। সেখান থেকে দুপুর পর একই গ্রামের মজনু ওরফে মুনিয়ার কিশোর ছেলে ফরহাদ (১২), পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের হাবলুর ছেলে রাহুল (১৩) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে কাজল (১২) তাকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী মাঠে নিয়ে ধর্ষণ করে। তিনজনের পালাক্রমে ধর্ষণে জখম হয় শিশুকন্যা। রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় উঠতি বয়সী তিন লম্পট। শিশুকন্যার চিৎকারে এলাকার মানুষজন তাকে উদ্ধার করে। অনবরত রক্তক্ষণে শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠতে থাকে। দ্রুত হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।