মুজিবনগর প্রতিনিধি: শ্যালোইঞ্জিন চালিত যানবাহন নির্বিঘ্নে চলাচলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এর চালক ও মালিকরা। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে উপজেলা আলমসাধু-নসিমনচালক সমিতির সভাপতি ইন্নালের নেতৃতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে এলাকার চালক ও মালিকরা অংশগ্রহণ করেন। নসিমন, করিমন, ভটভটি, আলমসাধু, আলগামন ও করিমনসহ স্থানীয় নানা নামীয় শ্যালোইঞ্জিন চালিত এসব অবৈধ যানবাহন মহাসড়কে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। তবে এর চালক ও মালিকদের দাবি, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বাহন হিসেবে এটি জায়গা করে নিয়েছে। এ বাহনের মালিক ও চালক সবাই গরিব। তাদের আয়ের একমাত্র ভরসা এটি। তাই দরিদ্র মানুষ ও তাদের পরিবারের সদস্যদের কথা বিবেচনার দাবি করেন সমাবেশের বক্তারা। কেদারগঞ্জ যাত্রী ছাউনী প্রাঙ্গণে ইন্নালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আলমসাধু-নসিমনচালক সমিতির সম্পাদক সেলিম রেজা, সহসভাপতি আয়ূব হোসেন, সাবেক সভাপতি সোরাবুদ্দীন, লাইন সম্পাদক জলিল প্রমুখ।