স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ফের ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সভাপতি হয়েছেন। এর আগেও তিনি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে সংসদ সদস্য ফকরুল ইমামকে। জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ১৫১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গতকাল বুধবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অনুমোদন দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।