চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার নিউইয়র্ক যাচ্ছেন আজ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন আমেরিকার নিউইয়র্ক যাচ্ছেন আজ। ব্যক্তিগত সফরে নিউইয়র্কের উদ্দেশে আজ বৃহস্পতিবার তিনি ঢাকা ত্যাগ করবেন। নিউইয়র্কে অবস্থানকালে নিকটাত্মীয়-স্বজন ও চুয়াডাঙ্গা প্রবাসীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সাথে সেখানকার স্থানীয় সরকার ব্যবস্থা পরিদর্শন ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে মেয়র টোটন মতবিনিময় করবেন বলে গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সাইফুল আরিফ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।