চুয়াডাঙ্গায় নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে সাংবাদিকদের কর্মশালা

স্টাফ রিপোর্টার: নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের মিডিয়া প্রোডাকশন ম্যানেজার মো. মনিরুজ্জামান ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো.রেজাউল করিম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. বেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘মাতৃমৃত্যু ও শিশুমৃত্যৃ রোধ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মিডিয়া বড় ধরনের ভূমিকা রাখছে। কর্মশালায় নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্নের বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা।