মেহেরপুর অফিস: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার সরকারি কর্মসূচি সফল করতে নির্দেশন দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক মিয়াজান আলী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসানউল্লাহ, এনডিসি আমীনুল ইসলাম, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শশাঙ্ক কুমার মণ্ডল, জেলা তথ্য কর্মকর্তা রাহাত হাসনাত, জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী, আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরাসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিবৃন্দ।