চুয়াডাঙ্গায় গ্যাসসিলিন্ডার পাচার মামলায় ৩ জনের জেল-জরিমানা

 

বলদিয়ার গ্রামের সাজাপ্রাপ্ত ফরিদের আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার: রায় ঘোষণার দেড় মাসের মাথায় আদালতে আত্মসর্মণ করেছেন দু বছরের সাজাপ্রাপ্ত চুয়াডাঙ্গার জালশুকা গ্রামের ফরিদ। গতকাল চুয়াডাঙ্গা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের নুর বক্স মণ্ডলের ছেলে হাশেম আলী, ইব্রাহিম মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম ও বলদিয়া গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে ফরিদ ২০০৭ খ্রিস্টাব্দের ২৫ জুন ভোরে ১০টি গ্যাস সিলিন্ডার ও একটি বাইসাইকেলসহ হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের হাতে ধরা পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে সে সময়ের ক্যাম্প ইনচার্জ এএসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন। পরে আদালত থেকে তারা জামিন পান। গত ১৫ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গা স্পেশাল ট্রাইব্যুনাল-৪’র বিজ্ঞ বিচারক মো. ইয়ারব হোসেন। এ মামলার আসামিদের অনুপস্থিতিতে প্রত্যেকের দু বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গতকাল মঙ্গলবার এ মামলার অন্যতম সাজাপ্রাপ্ত ফরিদ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাকে চুয়াডাঙ্গা কারাগারারে পাঠানোর আদেশ দেন।