কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর জঘম হয়েছে মা ও ছেলে। এ ব্যাপারে পুলিশে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে মিস্ত্রিপাড়ায় ভুট্টার পাতা বহনকে কেন্দ্র করে গ্রামের মিস্ত্রিপাড়ার আবুল বাশারের ছেলে নাজিমের (১৬) সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের বাচ্চুর ছেলে সাইদুরের (২৭)। এ সময় সাইদুর ক্ষিপ্ত হয়ে নাজিমকে পেটাতে থাকে। ছেলেকে পেটাতে দেখে তার মা নিছারন (৩৫) এগিয়ে এলে তাকেও পিটিয়ে জঘম করে। এতে মা ও ছেলে দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে দামুড়হুদার চিৎলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত নাজিম বাদী হয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।