চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

 

চুয়াডাঙ্গা পৌর এলাকার রোড/ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ৭ নং ওয়ার্ডের নূরনগরপাড়া কবরস্থান থেকে বিএডিসি ক্যানেল পর্যন্ত আরসিসি ড্রেন (কাউন্সিলর জাহানার বাড়ির সামনের রাস্তা) এবং নূরনগর কবরস্থান থেকে সেলিম মাস্টারের বাড়ি হয়ে বিএডিসির ক্যানেল পর্যন্ত আরসিসি ড্রেনসহ রাস্তা নির্মাণকরণ কাজ, ৩ নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিকপাড়ার কোর্টপাড়ার রাস্তা থেকে বাহারুলের গলির শেষ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ ও হাটকালুগঞ্জ সড়ক ও জনপথ থেকে খেয়াঘাট পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণকরণ কাজ উদ্বোধন করেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর সাইফুল আরিফ বিশ্বাস লিটু, নাজমুস সালেহীন লিটন, রমজান আলী চান্দু, জাহানারা বেগম ও সেলিনা ইয়াছমিন শম্পা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার ইঞ্জিনিয়ার আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার জামান ও এলাকার বাসিন্দাগণ। প্রেসবিজ্ঞপ্তি।