স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আড়পাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১৯ লাখ টাকার মেডিসিন ও কসমেটিক মালামাল আটক করেছে। গতকাল সোমবার ভোর ৫টায় এগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামানের নেতৃত্বে জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোর ৫টায় আলমডাঙ্গা উপজেলার আড়পাড়া এলাকায় কুষ্টিয়াগামী এটি কাভার্ডভ্যান আটক করে। এ সময় তিনজন চোরাচালানি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। কাভার্ডভ্যান তল্লাশি করে ১৯ লাখ টাকার ভারতীয় মেডিসিন ও কসমেটিক সামগ্রী উদ্ধার করে। মালামালগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হবে।