স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বোয়ালমারীর যুবক লিটন ওরফে লিটু আত্মহত্যা করেছে। গতরাত ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মায়ের সাথে অভিমান করে সে বিষ পান করে বলে এলাকাসূত্রে জানা গেছে।
সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত এনামুল হকের ছেলে লিটন ওরফে লিটু মায়ের সাথে গণ্ডগোল করে। এক পর্যায়ে সে অভিমান করে গতকাল সোমবার সন্ধ্যায় সবার অজান্তে বিষ পান করে। রাত ৮টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার পেটের বিষ তোলার চেষ্টা করার এক পর্যায়ে সে মারা যায়। রাতেই লিটুর লাশ বোয়ালমারী নেয়া হয়। তবে লিটুর আত্মহত্যার নেপথ্য সঠিকভাবে জানা যায়নি।