মাথাভাঙ্গা মনিটর: নাইজেরিয়ার মাইদুগুরি শহরে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে একটি সেবা সংস্থা দাবি করেছে। রেডক্রস সোসাইটির বরাত দিয়ে বলা হয়, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। দেশটির ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদর দপ্তর মাইদুগুরি শহরে অবস্থিত। সংগঠনটি প্রশাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত শনিবার রাতে শহরের বিমানবন্দরের কাছে একটি ব্যস্ত বাজার লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। তবে কোনো পক্ষ হামলার দায়িত্ব স্বীকার করেনি। শক্তিশালী ওই বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবন ধ্বংস হয়ে যায়। প্রথম বোমাটি বিস্ফোরণের পর লোকজন যখন হতাহতদের উদ্ধার করছিলেন তখনই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এর আগে গত শুক্রবারে সরকারি বাহিনীর বিমান হামলায় দাগলুন এলাকায় ২০ জন নিহত হয়। বোকোহারাম জঙ্গিদের লক্ষ্য করে গত একসপ্তা ধরে বোমাবর্ষণ করছেন সরকারি সেনারা।