চুয়াডাঙ্গার পীরপুর গ্রামে ডাকাতদলের হামলায় মা-ছেলে জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পীরপুর গ্রামে ডাকাতদলের হামলায় মা ও ছেলে আহত হয়েছে। গত শনিবার রাত দেড়টার দিকে ৮/১০ জনের সশস্ত্র ডাকাতদল পীরপুর গ্রামের মালেকের বাড়িতে হামলা চালিয়ে টাকা-পয়সা নিয়ে যায়। এ সময় একই গ্রামের আব্দুল মালেকের ছেলে কাওফিন (২৬) ডাকাতদলের দুজনকে চিনে ফেললে ডাকাতদল তাকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে, কানে ও বুকে আঘাত করে। এ সময় কাওফিনের মা লাইলীকে আঘাত করলে তিনিও আহত হন। আহত অবস্থায় মা ও ছেলে দুজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাওফিনের শয্যাপাশে থাকা আত্মীয়স্বজন জানায়, ৮/১০জন ডাকাতদলের ভেতর পীরপুর গ্রামের নাজেরের ছেলে রিপন ও রুহুলের ছেলে শিপন মুখ না বাঁধায় তাদেরকে চিনে ফেলার কারণে কাওফিন ও তার মা লাইলীকে কুপিয়ে আহত করা হয়।