নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
ডিঙ্গেদহ প্রতিনিধি: শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনী কর্মীসভা গতকাল শনিবার বিকেল ৪টায় ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে দমন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চুয়াডাঙ্গা স্টেডিয়াম ও যুবপ্রশিক্ষণ কেন্দ্র নির্মাণসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তার সমর্থিত প্রার্থীদের পক্ষে উপজেলা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম, ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আজিজুল হক হযরত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান লাভলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান নান্নু, সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, মোমিনপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জোয়ার্দ্দার, কৃষকলীগের সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, শাখাওয়াত হোসেন টাইগার, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবাইত বীন আজাদ সুস্তির, উপজেলা ছাত্রলীগের সম্পাদক সুমন রেজা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাবুল হক আশা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ প্রমুখ।