ডিগ্রি পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আজ শুরু হচ্ছে। সারাদেশে একযোগে শুরু হওয়া এ পরীক্ষা ৫ মে পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে।

এ বছর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা একই সাথে নেয়া হচ্ছে। এতে সারাদেশে মোট ৪ লাখ ৭৫ হাজার ৯৭২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১ম বর্ষে ১ লাখ ৮৩ হাজার ৫৬৯, ২য় বর্ষে ১ লাখ ৩৭ হাজার ৫৪৬ ও ৩য় বর্ষে ১ লাখ ৫৩ হাজার ৬২২ জন এবং সার্টিফিকেট কোর্সে ১ হাজার ১৬২ জন, বি-মিউজিকে ৭২ জন এবং ক্রীড়াবিজ্ঞানে ৩৪ জন রয়েছেন। এ বছর মোট ১ হাজার ৬২৭টি কলেজের শিক্ষার্থীরা ৬৬৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান-উর রশীদ জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি যেকোনো প্রয়োজনে ৯২৯১০১৭ এবং ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। একইসাথে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।