খবর:( কোটচাঁদপুরে দুষ্কৃতী ব্যারিকেডে দু দারোগা)
পুলিশদেরই বিপদ বাবা
আমরা তবে করবো কী,
পড়ে গিয়ে খুনির হাতে
চলতি পথেই মরবো কি?
রাতবিরেতে বাইরে গেলে
ঝোড়ের ভেতর সরবো কি,
ভয়েই ভীতু জুজু বুড়ি
সাপের মতোন জ্বরবো কি?
কী আর করা অবশেষে
কাঁচের চুড়ি পরবো কি,
না পুলিশের ভরসা ছেড়ে
খোন্তা শাবল ধরবো কি?
-আহাদ আলী মোল্লা