দামুড়হুদার বোয়ালমারীর জোড়া খুনের ঘটনায় দুজন গ্রেফতার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বোয়ালমারী কানাইবাবুর আমবাগানে জোড়া খুনের ঘটনায় আলতাফ হোসেন (২৯) নামের এক চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই রবিউল ইসলাম, এএসআই নেওয়াজ মোর্শেদ ও এএসআই শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোয়ালমারী ফকিরপাড়া থেকে তাকে আটক করে। সে বোয়ালমারী গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার বোয়ালমারী গ্রামের কানাইবাবুর আমবাগানে ইটভাটার দু নৈশ্যপ্রহরীকে জবাই করে খুন করে দুর্বৃত্তরা। আটক আলতাফওই জোড়া খুনের মামলার একজন সন্দেহভাজন আসামি। সে এলাকার চাঁদাবাজচক্রের একজন সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাকে আজ রোববার আদালতে সোপর্দ করা হতে পারে।

অপরদিকে দামুড়হুদার বোয়ালমারী কানাইবাবুর আমবাগানে জোড়া খুনের ঘটনায় জামারুল ওরফে ক্যারা (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজার এলাকা থেকে তাকে আটক করেন। সে মহাজনপুর গ্রামের নয়ন আলীর ছেলে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার বোয়ালমারী গ্রামের কানাইবাবুর আমবাগানে ইটভাটার দু নৈশ্যপ্রহরীকে জবাই করে খুন করা হয়। আটক জামারুল ওরফে ক্যারা ওই জোড়া খুনের ঘটনার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।