ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা জাতীয় পার্টির তৃণমূল প্রতিনিধিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের মদনমোহনপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক আজিজুর রহমান অটোর সভাপতিত্বে প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাজমাদার। জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন, নাসির উদ্দীন, ফিরোজ কবীর, তৌহিদুজ্জামান বাচ্চু, রাজু আহমেদ পল্টন, কবির হোসেন ও সোহাগ মিয়া বক্তব্য রাখেন। সভায় সদর উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা এ প্রতিনিধি সভায় অংশ নেন। সভায় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের হাতকে আরও শক্তিশালী করার জন্য দলীয় কোন্দল ভুলে নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অবিলম্বে জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান। এছাড়া রাশেদ মাজমাদারকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনোনীত করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।