মহেশপুরে উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে আ.লীগের প্রতিবাদসভা

মহেশপুর প্রতিনিধি: ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত প্রশাসনের প্রহশনমূলক উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি এবং নীল নকশা বাস্তবায়নকারী কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে উপজেলা আ.লীগ গতকাল শনিবার বিকেলে মহেশপুর পৌর চত্বরে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনের আ.লীগ সমর্থিত পরাজিত চেয়ারম্যানপ্রার্থী ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আ.লীগের মহিলা নেত্রী পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী আশরাফুন্নাহার শিউলী, উপজেলা আ.লীগের সাবেক দফতর সম্পাদক কাজী আব্দুস সাত্তার, মহেশপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শ্রমিকলীগ নেতা সাহেব আলী, কাজিরবেড় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল আজম খান বিপ্লব, সাধারণ সম্পাদক মুনজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএ আসাদ, সাবেক সভাপতি আমিনুর ইসলাম খান পলাশ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক, পৌর ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক নাজমুল হাসান লাল্টু প্রমুখ।

বক্তারা বলেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার মহেশপুরে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রহশনমূলক নির্বাচন আমরা মানি না। যে নির্বাচনে প্রশাসনের কর্মকর্তারা নাশকতামূলক কর্মকাণ্ডের অসংখ্য মামলার পলাতক আসামিদের নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়িয়ে আ.লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন চালায় এমনকি প্রশাসনের লোকদের হাতে আ.লীগের প্রায় ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আমরা প্রশাসনের  সেই নীল নকশার সাজানো নির্বাচন প্রত্যাক্ষাণ করে পুনর্নির্বাচনের দাবি জানান। পরে পুরাতন পৌর চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুরাতন পৌর চত্বরে শেষ করা হয়।