দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার কুনিয়া চাঁদপুর ডিএস দাখিল মাদরাসার দু ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন দু শিক্ষক। এর মধ্যে একজনকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ১২টার দিকে দাখিল শ্রেণির ছাত্র ইমরান ও তার চাচাতো ভাই একই শ্রেণির ছাত্র ইয়াসিন ওরফে বাংলা ভাই শিক্ষকদের সাথে বেয়াদবি করায় তাদেরকে বকাবকি এবং মারপিট করেন দু শিক্ষক। এক পর্যায়ে দু ছাত্রই শিক্ষকদের ওপর তেড়ে এলে শিক্ষক মাও. মোজাফফর ও ইদ্রীস আলী তাদেরকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে লোকজন তাদেরকে ইয়াসিনকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।