আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে গতকাল শনিবার মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু ও স্বতন্ত্রপ্রার্থী সামসাদ রানু। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের নিকট এ মনোনয়নপত্র দাখিল করা হয়। চেয়ারম্যান পদে শহিদুল কাউনাইন টিলু মনোনয়নপত্র দাখিল করেন। এরপর ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন এমদাদুল হক ডাবু। দলীয় কার্যালয়ে মতবিনিময়সভায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপি সভাপতি দলীয় চেয়ারম্যান প্রার্থী শহিদুল কাউনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, পৌর সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, ডাবু খাঁ, ইফতেখারুজ্জামান লুডু খাঁ, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু প্রমুখ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- সহিদুদ্দোজা মিল্টন, মহিনুল ইসলাম, আব্দুস সোবহান, আমজাদ হোসেন, বিল্লাল হোসেন, আলি হোসেন, বোরহান মাস্টার প্রমুখ। একই দিনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী সামসাদ রানু মনোনয়নপত্র দাখিল করেন।