মাথাভাঙ্গা মনিটর: ভারতের মাওবাদী প্রভাবিত ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের হামলায় পুলিশের সাত সদস্য নিহত হয়েছেন। এছাড়া পুলিশের আরও দু সদস্য আহত এবং একজন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাজ্যের দান্তেওয়াড়া জেলার বুয়াকোন্ডা থানার শ্যামগিরি পাহাড়ের কাছে এ ঘটনা ঘটে। পুলিশের একটি সূত্র জানায়, মোটরসাইকেলে করে টহল দেয়ার সময় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা মোটরসাইকেল পুড়িয়ে দিয়ে পুলিশের অস্ত্র লুট করে নিয়ে যায়। এরপর মাওবাদীদের ধরতে চিরুনি অভিযানে নামে পুলিশ।