ক্রিমিয়া বিমানবন্দর রাশিয়ার দখলে

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের দুটো বিমানবন্দর দখলে নিয়েছে অস্ত্রধারীরা, যাকে রুশ বাহিনীর আগ্রাসন ও দখলদারিত্ব বলে অভিযোগ করেছে ইউক্রেন সরকার। আর ইউক্রেনে সাম্প্রতিক গণআন্দোলন ও ক্ষমতার পালাবদলের পর এ ঘটনায় পশ্চিমা বিশ্ব ও মস্কোর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়ার সেভাস্তোপোল বিমানবন্দর রাশিয়ার নৌবাহিনী দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ। তবে ওই অঞ্চলে রুশ নৌঘাঁটি ব্ল্যাক সি ফ্লিট বিমানবন্দর দখল অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ক্রিমিয়ার সিমফারোপোলে আরেকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও অস্ত্রধারীরা গতকাল শুক্রবার দখল করেছে। তারা রাশিয়ার পাঠানো বলেই মনে করা হচ্ছে। আরসেন অস্ত্রধারীদের এ উপস্থিতিকে সশস্ত্র আগ্রাসন আখ্যা দিয়েছেন। এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, যা ঘটেছে তাতে আমি মনে করি সব আন্তর্জাতিক চুক্তি এবং নীতিমালা ভঙ্গ করে সশস্ত্র আগ্রাসন এবং দখলদারিত্ব চালানো হয়েছে। এ ঘটনাকে উসকানিমূলক আখ্যা দিয়ে আলোচনার আহ্বান জানান আরসেন। রাশিয়া সাথে সাথেই বিমানবন্দর দখলের এ অভিযোগ অস্বীকার করেছে।