দর্শনায় বিএনপির নির্বাচনী মতবিনিময়সভা

 

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা পুরাতন বাজারে সভাপতিত্ব করেন দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজি খন্দকার শওকত আলী। আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান বুলেট, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, দর্শনা রেলবাজার দোকানমালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, পুরাতন বাজার কমিটির সভাপতি আ. মমিন, ফারুক কাউন্সিলর, রেজাউল ইসলাম, আশরাফুল, মিরাজ, সেলিম, নজরুল, মোমিনুল, সরাজ, তোতা, হারুন, নুরু, আজিজুল, আলাল, যুবদল নেতা এনামুল হক শাহ মুকুল, নাহারুল ইসলাম, জাহাঙ্গীর আলম চঞ্চল, আপু, মুকুল, মালেক, আজাদ, হিরোক, সজিব, ব্রাইট প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল হোসেন।