সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থীর স্মরণে মেহেরপুরে স্মরণসভা

মেহেরপুর অফিস: বাংলাদেশ সম্মলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিস চত্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী ও মহান একুশের ভাষা আন্দোলনের নিহত শহীদদের স্মরণে মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।           পেশাজীবী পরিষদের যুগ্মআহ্বায়ক ইসরাফিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পেশাজীবী নেতা ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের যুগ্মমহাসচিব মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাও. মাহাবুব-উল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহম্মেদ। সম্মিলিত পেশাজীবী পরিষদ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মো. নাজমুল হক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী নেতা সা’দ আহমেদ, আব্দুল্লাহ আল মাসবুর, আব্দুর রকিব, মোস্তাফিজুর রহমান বোকুল, হুমায়ূন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হাবু প্রমুখ।

গত বছরের ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরীর সময় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রী সুমি ও মেহেরপুর মুজিবনগর থেকে পিকনিক শেষে ফেরার পথে যশোর চৌগাছায় বাস উল্টে খাদে পড়ে নিহত ৭ শিশু শিক্ষার্থী ও ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনাসভা, মিলাদ ও দোয়া করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিতিতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাও. আনছার উদ্দিন বেলালী।