সরোজগঞ্জ প্রতিনিধি: যতোই দিন অতিবাহিত হচ্ছে ততোই অসহায় বাদীপক্ষ হতাশার মাঝে হাবুডুবু খাচ্ছে। ঘটনার সাথে জড়িত মূল ঘাতক সেকেন্দারকে ঘটনাস্থল থেকে আটক করার ২০দিন পেরিয়ে গেলেও তার সহযোগী অপর আসামি একই গ্রামের আব্দুল মজিদের ছেলে পলাতক আসামি হাসানকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সেকেন্দার নিজে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তার সাথে থাকা অপর আসামি একই গ্রামের আব্দুল মজিদের ছেলে হাসানসহ শিমুলকে হত্যা করেছে বলে চুয়াডাঙ্গা সিনিয়র ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পুলিশ অপর আসামি হাসানকে গ্রেফতার করতে না পারায় বাদীপক্ষকে ভাবিয়ে তুলেছে।
আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকাল ১০টায় সরোজগঞ্জ বাজারে মানববন্ধন সড়ক অবরোধের চেষ্টা করা হতে পারে বলে এলাকার একাধিকসূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ছয়ঘরিয়ার কলেজছাত্র শিমুলকে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রামেরই মোষতলার মাঠে ভুট্টাক্ষেতের মধ্যে মাটি চাপা দেয়া লাশ ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়।