স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এমদাদুল হক ডাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারুলা খাতুন রাবেয়াকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি সভাপতি হাজি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু যুক্ত বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন বলে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল হক ডাবুকে ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পারুলা খাতুন রাবেয়াকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।