Untitled

আলমডাঙ্গা পাঁচকমলাপুর-আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর-আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মোট ২৮টি ইভেন্টের খেলা হয়। খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান শিক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন পাঁচকমলাপুর-আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, গোকুলখালী কলেজের প্রভাষক সাইদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, সাবেক শিক্ষক সামসুল হুদা, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ইদ্রিসুর রহমান খোকন, পাঁচকমলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রবিউল হক প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের উপস্থাপনায় পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজ বিষয়ে বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধার দল এবং বাল্যবিয়ের বর কনে সেজে উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে।