স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডুর মান্দিয়া আইডিয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলীকে অপহরণের পর দেড় লাখ টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। কুষ্টিয়া হাউজিঙের বাসিন্দা আশরাফ আলী গত বুধবার সকালে চাকরিজীবী স্ত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়ে বাসায় ফেরার পথে কুষ্টিয়া শহর থেকে চারজন চাঁদাবাজ মাইক্রোবাসযোগে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারী দলের সংখ্যা আটজনে উন্নীত হয়। অপহরকচক্র আশরাফের পরিবারের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দিলে তাকে মুক্তি দেয়া হবে বলে জানায়।
আশরাফের পারিবারিকসূত্র জানায়, বহু দেন-দরবারের পর শেষ পর্যন্ত দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাকে ফেরত পাওয়া যায়। রাত সাড়ে ৯টার দিকে তাকে কুমারখালী উপজেলার কোনো এক অজ্ঞাত স্থান থেকে কুষ্টিয়ায় পৌঁছে দেয়া হয় বলে ঘনিষ্ঠসূত্র জানায়। দিন-দুপুরে এভাবে একজন কলেজ শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ আদায় করায় শহরে এবং আশরাফের কর্মস্থলের সহকর্মীগণ স্তব্ধ হয়ে পড়েছেন।