জীবননগর পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

জীবননগর ব্যুরো: জীবননগর পৌর বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দুর নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময়সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে দত্তনগর রোডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি সাইদুর রহমান ধুন্দু, পৌর বিএনপির সহসভাপতি ইসরাইল হোসেন, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দীন চুন্নু, যুগ্মসাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আবু হাসান প্রমুখ।