আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার মধুপুর গ্রামে গতপরশু রাতে অভিযান চালিয়ে মারামারি মামলার আসামি টিলুকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গার পল্লি মধুপুর গ্রামের মকছেদ আলীর ছেলে টিলু মারামারি মামলার পলাতক আসামি হয়ে বেশ কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো। গতপরশু আলমডাঙ্গা থানার এসআই আ.বারেক গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর গ্রামের খামারপাড়া থেকে মামলার ওয়ারেন্টি আসামি টিলুকে গ্রেফতার করে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়।