রাষ্ট্রীয় মর্যাদায় আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনু মিয়ার দাফন সম্পন্ন

আলমডাঙ্গা ব্যুরো: রাষ্ট্রীয় মর্যাদায় আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমেদ আনু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে মরহুমের মৃতদেহকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর পর জানাজা শেষে মরহুমের লাশ দারুস সালাম প্রাঙ্গণে দাফন করা হয়েছে। উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, হেলাল উদ্দীন, নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা সাংগঠনিক সম্পাদক কাজী অরুণ, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা জাসদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, কেন্দ্রীয় জাসদ নেতা আনিসুজ্জামান জম, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডাক্তার শাহাবুদ্দীন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী কামাল, মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান জোয়ার্দার, মুক্তিযোদ্ধা কোরবান আলী, মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপি সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সম্পাদক শেখ সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবদল নেতা এমদাদুল হক ডাবু, অপরাংশের সভাপতি মজিবার রহমান, সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডুসহ সমাজের সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, আনোয়ার আহমেদ আনু মিয়া গত বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বার্ধক্যজনিত রোগে পুরাতন বাসস্ট্যান্ডপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। আলমডাঙ্গা বণ্ডবিল গ্রামের মৃত শামসুদ্দীন আহমেদের ছেলে আনোয়ার আহমেদ আনু মিয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী।