ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা দল ৯ উইকেটে জয়লাভ করেছে। গতকাল বৃহস্প্রতিবার নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় টস জিতে চুয়াডাঙ্গা জেলা দল মেহেরপুর জেলা দলকে ব্যাটিঙের আমন্ত্রণ জানায়। মেহেরপুর জেলাদল ১০৫ রানে অলআউট হয়। চুয়াডাঙ্গা জেলা দলের পক্ষে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির খেলোয়াড় শামিম পারভেজ ২৫ রানে ৫ উইকেট দখল করে মেহেরপুর জেলাদলকে অল্প রানে বেধে ফেলে।
জবাবে চুয়াডাঙ্গা জেলা দল মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চুয়াডাঙ্গার পক্ষে ইসমাইল আশিক ২ উইকেটসহ ৩৪ রান ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির অপর খেলোয়াড় সজল ২৮ রান করে। চুয়াডাঙ্গা জেলা দলের কোচ আব্দুস সালাম ম্যানেজারের দায়িত্বও পালন করেন।