আলমডাঙ্গা থানার ব্যাডমিন্টন গ্রুপের পক্ষ থেকে দলের অধিনায়ক এসআই আনিছুজ্জামানকে বিদায় সংবর্ধনা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা ব্যাডমিন্টন দলের অধিনায়ক ও হাস্যোজ্জ্বল অফিসার এসআই আনিছুজ্জামান  ট্রেনিঙের জন্য গত সোমবার সকালে টাঙ্গাইলে গেছেন। তার এ ট্রেনিং উপলক্ষে আলমডাঙ্গা থানার ব্যাডমিন্টন গ্রুপ এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসআই রাশেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাসান রেজা মুন্না, ফজলুল হক শামিম, আইরুজ্জামান বিপ্লব, আসাদুজ্জামান উজ্জ্বল, মিল্টন দাদা, কনস্টেবল হায়দার আলী, মীর মৌসুম, হাসানুজ্জামান সাগরসহ সকল খোলোয়াড়।

এসআই আনিছুজ্জামান প্রায় ১ বছর ৩ মাস পূর্বে এসআই হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করেন। তিনি সদালাপী পুলিশ অফিসার হিসেবে আলমডাঙ্গায় সমাদৃত ছিলেন। কর্ম-দায়িত্বের পাশাপাশি তিনি খেলাধুলার ওপর আগ্রহী ছিলেন। সময় পেলেই সবাইকে ডেকে নিয়ে খেলার প্রতি ঝুঁকে পড়তেন।