স্টাফ রিপোর্টার: এশিয়া কাপ ২০১৪ সামনে রেখে মুশফিক রহিমের নেতৃত্বে ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন ওপেনার তামিম ইকবাল। দলে ফিরেছেন আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান এবং ইমরুল কায়েস। এছাড়া খারাপ পারফরমেন্সের কারণে দলের বাইরে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। আর নিষেধাজ্ঞার কারণে দু ম্যাচ পর দলে যোগ দেবেন সাকিব আল হাসান। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, নাঈম ইসলাম, মমিনুল হক, নাসির হোসেন, আরাফাত সানি, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন এবং সাকিব আল হাসান। দল ঘোষণার পর বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ফারুক আহম্মেদ জানান, সাত নম্বর পজিশন খুবই গুরুত্বপূর্ণ। আর এ জন্যই ওই পজিশনে জিয়াউরকে দলে রাখা হয়েছে। জিয়া ঘরোয়া লিগে দারুণ কিছু ম্যাচ খেলেছে। তামিম প্রসঙ্গে তিনি বলেন, ও এখনও ইনজুরি মুক্ত নয়। সুস্থ হতে সময় লাগবে। তবে সে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগেই দলে ফিরবে বলে আশা করি। তাছাড়াও সাকিব দু ম্যাচ পর দলে যোগ দিচ্ছে।