টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গার খাড়াগোদা-আন্দুলবাড়িয়া সড়কের গাছ কেটে নিয়ে যাচ্ছে চোরেরা)

 

দিনদুপুরে গাছ চুরি হয় রোজ

বলতে পারো কোন নেতা নেয় খোঁজ

কার সাথে কও চোরের ভীষণ মিল

গাছ চুরি হয় সে হাসে হাসে খিল খিল।

 

দেখো কেমন চোরের বুকের পাটা

চুরি করে প্রকাশ্যে দেয় হাঁটা

পুলিশ দেখে ভয় করে না তারা

কোথায় পেলো আজব এ আশকারা।

 

 

কার সাথে কার সখ্য আছে খুব

ওপরে বেশ, তলায় তলায় ডুব

কেউ জানে না বৃক্ষ চুরির ঝাল

চোর-পুলিশে দোস্তি কী আজকাল

 

-আহাদ আলী মোল্লা