নিরাপত্তার অভাব বোধ করে চুয়াডাঙ্গা ছাড়লো বেঁদে পল্লির সদস্যরা

 

আশিক পারভেজ: অবশেষে নিরাপত্তার অভাবে বেঁদে পল্লি গুঁটিয়ে চলে গেছেন পল্লির সব সদস্য। তাদের এক কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ১২ ঘণ্টার মাথায় তারা চুয়াডাঙ্গা ছেড়ে চলে গেছেন। গতকাল সকালে তারা নিরাপদ কোনো জায়গার উদ্দেশে চুয়াডাঙ্গা ছাড়েন।

অভিযোগসূত্রে জানা গেছে, প্রায় ১ মাস আগে চুয়াডাঙ্গা বাসটার্মিনালের অদূরে নুরনগর বিএডিসি ফার্মের পাশে একদল বেঁদে এসে তাঁবু গাড়ে। তাদের এক কিশোরীকে কতিপয় বখাটে যুবক গত শনিবার সন্ধ্যায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাদ্দাম নামের এক যুবককে আটক করে স্থানীয় রহিমের চায়ের দোকানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বেঁদেরা তাদের নিরাপত্তার দাবি নিয়ে নুরনগরের মনি ফকিরকে সাথে নিয়ে থানায় অভিযোগ করতে যায়। এতে কতিপয় যুবক ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মনি ফকিরের বাড়িতে হামলা চালায়। এতে মনি ফকিরের পরিবারের ৫ জন আহত হয়। এ ঘটনার পর বেঁদেপল্লির বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। গতকাল রোববার সকালে তাঁবু গুটিয়ে বেঁদে পল্লির সদস্যরা চুয়াডাঙ্গা ছেড়ে চলে যায়।