হুইপ ছেলুনকে চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মকবুলার রহমানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তার বক্তৃতায় বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্যসন্তান। দেশের লাখো শহীদের রক্ত আর মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই সূর্যসন্তানদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি অভিভূত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনজুমান আরা, বীরপ্রতিক সাইদুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নূরুল ইসলাম মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিরণ উর রশিদ শান্ত।