দামুড়হুদা অফিস: ময়মনসিংহ জেলার অপহৃত শিশু বিল্লাল ভারতে বিক্রির প্রাক্কালে কৌশলে পালিয়ে রক্ষা পেয়েছে। বিএসএফ ১১৩ গেদে কোম্পানি কমান্ডার গতকাল শনিবার রাত ৮টার দিকে শিশু বিল্লালকে দর্শনা নিমতলী বিওপি কমান্ডারের নিকট হস্তান্তর করেন। বিজিবি সদস্য হাবিলদার তোতা মিয়া শিশু বিল্লালকে তার আপন ঠিকানায় পৌঁছুনোর জন্য দামুড়হুদা থানায় প্রেরণ করেছেন।
বিজিবিসূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার গফরগাও থানার মুক্তারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বিল্লাল (১২) কারো প্ররোচনায় ১ মাস আগে ভারতে প্রবেশ করে। গতকাল রাত ৮টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ শিশু বিল্লালকে দর্শনা নিমতলী বিওপি কমান্ডারের নিকট ফেরত দেয়। যেহেতু বিল্লালের বয়স ১২ বছর তাই তার আপন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।