সরোজগঞ্জ-খাসকররার মধ্যবর্তি চারাতলা সড়কে গাছ ফেলে রাতভর ডাকাতদলের তাণ্ডব

 বসুভাণ্ডারদহে আত্মীয়ের দাফন শেষে ধুলিয়ায় ফেরার পথে মৃতেরস্বজনদের বেঁধে মারপিট

জামজামি প্রতিনিধি: বসুভাণ্ডরদহে আত্মীয়ের দাফন শেষে ফেরার পথে ডাকাতদলের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন হরিণাকুণ্ডু ধুলিয়ার আলতাফ সর্দার (৬০) ও স্বজনেরা। গত শুক্রবার রাতে সশস্ত্র ডাকাতদল সরোজগঞ্জ বাজার থেকে খাসকররা অভিমুখি চারাতলা মাঠের সড়কে গাছ ফেলে আলমসাধুর গতিরোধ করে। অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের টেনেহেঁচড়ে নামিয়ে মোবাইলফোন, নগদ টাকা ও সোনার গয়না লুট করে। পরে নারীদের শরীর থেকে শাড়ি টেনে নিয়ে পুরুষদের হাত-পা চোখ বেঁধে মারপিটে আহত করে। শেষে আলমসাধু নিয়ে ডাকাতদল দ্রুত সটকে পড়ে।

পরিবার বলেছে আনুমানিক রাত ১২টার দিকে সরোজগঞ্জ বাজার ছেড়ে খাসকররা অভিমুখি চারাতলা মাঠের সড়কে পৌঁছে সশস্ত্র ডাকাতদলের কবলে পড়েন তারা। ডাকাতদল সড়কে গাছ ফেলে আলমসাধুর গতিরোধ করে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে নারী-পুরুষ সবাইকে টেনেহেঁচড়ে নিচে নামায়। হাতিয়ে নেয় ৮টি মোবাইলফোন, সোনার গয়নাসহ প্রায় ৮/১০ হাজার টাকা। চালক ওমর বলেছে আলমসাধু বাঁচাতে তেলের পাইপ টেনে খুলে ফেলায় ডাকাতদল তাকে বেদম মারপিট করে আহত করে।