মুজিবনগর/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে ৫টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাবুপুরের মিলনের বাড়ির ছাদে বসে মিটিং করছিলেন। ওই সময় একদল দুর্বৃত্ত ওই বাড়ির ছাদে একটি, নূর হোসেনের বাড়িতে ২টি ও আলফাজের বাড়িতে একটিসহ মোট ৫টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ওই সময় বোমাগুলোর বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়ে উঠে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, বোমার শব্দ হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।