মেহেরপুর অফিস: গত বুধবার অনুষ্ঠেয় মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে ভোট কারচুপি ও নেতাকর্মীদের ওপর হামলা এবং ভোট প্রদানের বাধা দেয়া হয়েছে মর্মে অভিযোগ তুলে কেন্দ্রীয় বিএনপির ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতালে কোনো প্রভাব পড়েনি মেহেরপুরে।
এদিন ভোর থেকে দূরপাল্লার ও আন্তঃজেলা সকল সড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। শহরের দোকানপাট খোলা ছিলো। অফিস আদালত খোলা ছিলো। ব্যাংক-বীমায় লেনদেন স্বাভাবিক ছিলো। স্কুল-কলেজ খোলা ছিলো। শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিক ছিলো।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেহেরপুর সদর উপজেলাসহ দেশের নয় উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। অবশ্য মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোটের ৩ প্রার্থীই জয়লাভ করেছেন।