রিভলবার ও গুলিসহ ফেনসিডিল উদ্ধার
কার্পাসডাঙ্গা প্রতিনিধি/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়া মাঠ থেকে রিভলবার, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মুন্সিপুর সীমান্ত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ১টি রিভলবার ও ১ রাউন্ড গুলিসহ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। গত পরশু বুধবার রাত ১১টার দিকে মুন্সিপুর সীমান্ত বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। সীমান্তের ৯৪ মেন পিলারের নিকটবর্তী হুদাপাড়া মাঠ থেকে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধারের আগমুহূর্তে চোরকারবারীরা পালিয়ে যায় বলে বিজিবি সূত্রে জানা গেছে।