মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের মাঠে বিদ্যুত স্পৃষ্ট হয়ে হাবিলউদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে গ্রামের মাঠে বৈদ্যুতিক মোটর দিয়ে ক্ষেতে পানি সেচ দেয়ার সময় তিনি বিদ্যুত স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।