ডিঙ্গেদহ প্রতিনিধি: অবশেষে বহুকাঙ্খিত চুয়াডাঙ্গা সদরের হোগলডাঙ্গা নফরকান্দি মানিকদিহিতে নবগঙ্গার ওপর বাঁশের সাঁকোর নিকট ব্রিজনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উদ্বোধন করেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আর্থিক সহযোগিতায় ১৮ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে বলে জানান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোক্তা জাতীয়পার্টি উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, ডা. আব্দুল বারী, সমাজসেবক শহিদুল ইসলাম প্রমুখ।