সিইসির স্বস্তি

 

স্টাফ রিপোর্টার: শান্তিপূর্ণ ভোটে স্বস্তি প্রকাশ করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল বুধবার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৪০ জেলার ৯৭ উপজেলার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সোয়া ৭টায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে এ স্বস্তি প্রকাশ করেন সিইসি।

তিনি বলেন, নির্বাচনে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে, এখন চলছে গণনার কাজ। গণনা শেষে ভোটের হার জানা যাবে। আনুমাণিকভাবে ভোটের হার বলা ঠিক হবে না।  কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।  সিইসি জানান, নির্বাচন সকাল ৮টা থেকে একটানা ৪টা পযর্ন্ত চলেছে।  প্রথম পর্যায়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোট হলো। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা স্ব স্ব দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে। জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

কিছু কেন্দ্রে নির্বাচন বন্ধ থাকা সম্পর্কে তিনি বলেন, কিছু জায়গায় ভোট বন্ধ হয়েছে। বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নবাবগঞ্জ, ঝিনাইদহ কিছু ঝামেলা হয়েছে। তবে বন্ধ কেন্দ্রের মোট ভোট ফলাফলে ভূমিকা রাখলে ওইসব কেন্দ্রে ভোট নেয়া হবে।