গাংনী প্রতিনিধি: গাংনীতে তিন দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী উপজেলা কৃষি অফিস এ মেলা আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ। স্বাগত বক্তব্যে মেলার সার্বিক দিক তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম। এর আগে একটি চাষি শোভাযাত্রা মেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিভিন্ন এলাকার চাষিরা এতে অংশগ্রহণ করেণ। মেলায় ১৩টি স্টলে কৃষিপণ্য, কৃষি যন্ত্রপাতি প্রদর্শনের পাশাপাশি কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হচ্ছে। শুক্রবার মেলার সমাপনী হবে।