ঝিনাইদহে নতুন করদাতাদের মাঝে টিআইএন সনদপত্র বিতরণ

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে স্পট অ্যাসেসমেন্ট-২০১৪ কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত নতুন করদাতাদের মাঝে টিআইএন সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ঝিনাইদহ উপকর কমিশনারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের কর কমিশনার মো. গোলাম মোস্তফা। খুলনা অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলাম, উপকর কমিশনার শহিদুল ইসলাম, সহকারী কর কমিশনার আব্দুল মালেক, ঝিনাইদহ অঞ্চলের সহকারী উপকর কমিশনার আহসান-উজ-জামান, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দীন ও আয়কর আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা জনসাধারণের মাঝে আয়কর বার্তা পৌঁছে দেয়া, আয়করভীতি দূর করা, সর্বোপরি করদাতার সংখ্যা বৃদ্ধি ও কর প্রদান কার্যক্রম সহজ লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন। পরে চলতি বছর স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ২৫ জন নতুন করদাতার মাঝে টিআইএন সনদপত্র বিতরণ করা হয়।