টিপ্পনী

 

খবর: (জমি রেজিস্ট্রির পর তিন ছেলে টাকার বান্ডিল কেড়ে নেয়ায় মানসিক ভারসাম্য হারিয়েছেন পিতা)

 

তিন তিনটে ছেলে আমার

খিজলে খেলো তারা,

ছেলেবেলায় ওদের কেন

দিয়েছি আশকারা।

 

আমার এখন জানের জ্বালা

ভাত ওঠে না পাতে,

সকাল-বিকেল শাসায় খালি

তিন বখা বজ্জাতে।

 

কষ্ট কেবল বুড়ো হাড়ে

আমাকে দেয় মার,

ছন্নছাড়া ছেলেগুলো

বড্ড কুলাঙ্গার!

 

-আহাদ আলী মোল্লা