বারাদী প্রতিনিধি: আসন্ন সদর উপজেলা নির্বাচনে ডিউটি পেতে অর্থ দিয়েও বঞ্চিত হলেন পিরোজপুর ইউনিয়নের আনসার ভিডিপির ৩৬ জন সদস্য। ইউনিয়ন দলনেতা মিজানুর রহমান বাড়তি অর্থ নিয়ে অন্যদের ডিউটি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন ডিউটি বঞ্চিতরা।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দায়িত্ব পালনের লক্ষ্যে পিরোজপুর ইউনিয়নের ৩৬ জন সদস্যের কাছ থেকে পাঁচশ টাকা করে নেন মিজানুর রহমান। গত বৃহস্পতিবার চারশ আনসার ভিডিপি সদস্যদের সাথে এ ৩৬ জন সদর উপজেলা আনসার ভিডিপি অফিসের তত্ত্বাবধানে প্রশিক্ষণে অংশ নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত শারীরিক কসরত প্রদর্শন করে উত্তীর্ণ হয়। কিন্তু সোমবার বিকেলে মিজানুর রহমান এ ৩৬ জনকে জানিয়ে দেন তাদের নাম তালিকাভুক্ত হয়নি। অন্যদের নেয়া হয়েছে। আনসার ভিডিপি সদস্য বলিয়ারপুর গ্রামের শুকুরুল্লাহর ছেলে তুহিন মিয়া, বারাদী হাসানাবাদের আব্দুস সাত্তারের ছেলে রতন মিয়া ও সালমান হোসেনসহ ভুক্তভোগীরা অভিযোগ করেন, মিজানুর রহমানকে তারা প্রত্যেকে পাঁচশ টাকা করে দিয়েছেন। কিন্তু আরো তিনশ টাকা করে দাবি করেন মিজানুর। কারণ জেলা উপজেলার কর্মকর্তাদের টাকা দিতে হবে বলে মিজানুর তাদের জানান। বাড়তি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাদের ডিউটি থেকে বাদ দেয়া হয়। গতকাল বিকেলে ওই ৩৬ জনকে ডিউটির বিষয়ে জানানো হলেও টাকা ফেরত দেননি মিজানুর। তাই মিজানুরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং টাকা ফেরত পেতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। জানতে চাইলে আনসার ভিডিপি মেহেরপুর জেলা অ্যাডজুটেন্ট ফেরদৌস বলেন, এ বিষয়টি তার জানা নেই।